অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট আম্মানে জর্ডানের বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেন


জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ আম্মানের আল হুসেইনিয়া প্রাসাদে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করেন। বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার মালিকানা নিয়ে ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলিতে স্থানান্তরের কথা তোলার পর এই সাক্ষাৎটি ঘটে।

প্রাসাদের প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে উভয় নেতা শান্তি সমঝোতার ভিত্তি হিসেবে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

আব্দুল্লাহ পশ্চিম তীরের সহিংসতার বৃদ্ধি বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য চেয়েছেন এবং গাজা উপত্যকায় আরও সহায়তা প্রবাহিত করার আহ্বান জানিয়েছেন। আব্বাস ফিলিস্তিনিদের প্রতি জর্ডানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেছেন।

গাজা ভূখণ্ডে হামাসের সঙ্গে ইসরায়েলের অস্ত্রবিরতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চলছে।⁣

ইসরায়েল এবং হামাসের কাছে দ্বিতীয় পর্যায়ের শর্তে একমত হওয়ার জন্য চার সপ্তাহেরও কম সময় আছে, যার মধ্যে গাজায় বন্দী অবশিষ্ট জিম্মিদের মুক্তি, যুদ্ধ স্থায়ীভাবে থামানো এবং ভূখণ্ড থেকে ইসরায়েলের প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে।⁣⁣

⁣চুক্তির আওতায় হামাস, এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। ওদিকে ইসরায়েল মুক্তি দিয়েছে শত শত ফিলিস্তিনি বন্দিকে। ⁣⁣

⁣৭ অক্টোবর, ২০২৩-এ গাজার এই সংঘাত শুরু হয় যখন হামাস জঙ্গিরা ইসরায়েলে ১,২০০ জনকে হত্যা করে এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে।⁣⁣

⁣১৫ মাসের যুদ্ধে ইসরায়েলের পাল্টা আক্রমণে ৪৭,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু।⁣⁣

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।⁣⁣⁣⁣

XS
SM
MD
LG