যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে জাতীয় প্রাসাদে দেশটির প্রেসিডেন্ট বার্নার্ডো অ্যারেভালোর সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে তারা একটি যৌথ সংবাদ সম্মেলনও পরিচালনা করেন। বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫।
সম্মেলনে রুবিও গুয়াতেমালার সঙ্গে একটি অভিবাসন চুক্তি সম্পাদন করার কথা ঘোষণা করেন।
অ্যারেভালো বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অন্যান্য দেশের অভিবাসীদের গ্রহণ করবে।
অ্যারেভালোর ঘোষিত এই চুক্তি অনুযায়ী, বহিষ্কৃতদের পরে যুক্তরাষ্ট্রের ব্যয়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
অভিবাসন ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার এবং দেশের শীর্ষ কূটনীতিক হিসেবে নিয়োগ পাওয়ার পর তা রুবিওর প্রথম বিদেশ সফরের প্রধান কেন্দ্রবিন্দু।
সোমবার এল সালভাদরে তিনি একই রকম কিন্তু আরও বিস্তৃত একটি চুক্তি ঘোষণা করেছিলেন।
সম্মেলনে রুবিও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বিলুপ্ত করার প্রতি দৃঢ় সমর্থন জানান এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যাপক সমালোচিত গাজা ভুখন্ডের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাবের প্রশংসা করেন।
তিনি বলেছেন, গাজার নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ট্রাম্পের প্রস্তাব আসলে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড পুনর্গঠন ও উন্নয়নের জন্য একটি “খুব উদার” প্রস্তাব।
ট্রাম্প মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সংবাদ সম্মেলনে বলেন যে, যুক্তরাষ্ট্র গাজা ভূখন্ডে স্থানচ্যূত ফিলিস্তিনিদের অন্য কোথাও স্থায়ী ভাবে স্থানান্তর করা হবে এবং প্রস্তাব করেন যে যুক্তরাষ্ট্র গাজার মালিকানা নেবে এবং তার কথা অনুযায়ী, এলাকাটিকে "মধ্যপ্রাচ্যের রিভেরা" হিসেবে পুনর্গঠিত করার পরিকল্পনা করছেন তিনি।