অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প নারীদের খেলা থেকে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিষিদ্ধ করতে একটি আদেশে স্বাক্ষর করলেন 


ডনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ইস্ট রুমে ‘কিপিং মেন আউট অব উইমেন্স স্পোর্টস’ নামে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
ডনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ইস্ট রুমে ‘কিপিং মেন আউট অব উইমেন্স স্পোর্টস’ নামে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বুধবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন যার লক্ষ্য ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নারী এবং বালিকাদের খেলাধূলায় অংশগ্রহণ নিষিদ্ধ করা।

“কিপিং মেন আউট অফ উইমেনস স্পোর্টস” শীর্ষক আদেশটি ফেডারেল তহবিল প্রাপ্ত সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে টাইটেল নাইন মেনে চলছে তা নিশ্চিত করার জন্য ফেডারেল এজেন্সিগুলোকে সুযোগ দেয়। এই আদেশে “লিঙ্গ”-কে জন্মের সময় নির্ধারিত লিঙ্গ হিসেবে সংজ্ঞায়িত করা হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, এই আদেশটি “টাইটেল নাইনের প্রতিশ্রুতি বহাল রেখেছে” । তিনি আরও বলেন, এটির অধীনে যে স্কুল এবং অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনগুলো নারীদের জন্মের সময় নির্ধারিত লিঙ্গের ব্যক্তিদের খেলাধুলা এবং লকার রুম অস্বীকার করে সেসব স্কুল এবং অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হবে।

ন্যাশনাল উইমেন্স ল সেন্টার এবং গ্ল্যাডসহ ট্রান্স অধিকার কর্মীরা এই আদেশের নিন্দা জানান।

ন্যাশনাল উইমেনস ল সেন্টারের প্রেসিডেন্ট ও সিইও ফাতিমা গুস গ্রেভস বলেন, “প্রেসিডেন্ট আপনাদের যা বিশ্বাস করাতে চান অবস্থা তার বিপরীত; ট্রান্স শিক্ষার্থীরা খেলাধুলা, স্কুল বা এই দেশের জন্য হুমকি সৃষ্টি করে না। তারা তাদের সহকর্মীদের মতো নিরাপদ পরিবেশে শেখার, খেলার এবং বেড়ে ওঠার একই সুযোগ পাওয়ার অধিকার রাখেন।”

ট্রাম্পের আদেশ কার্যকর করা বিভাগের অগ্রাধিকার হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন এপিকে জানান, চলতি সপ্তাহে এক ফোনালাপে অফিস ফর সিভিল রাইটসের ভারপ্রাপ্ত পরিচালক কর্মীদের বলেছেন, তাদের তদন্তকে ট্রাম্পের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে

এই আদেশ ট্রান্সজেন্ডারদের লক্ষ্য করে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপের সর্বসাম্প্রতিকতম পদক্ষেপ।

ট্রাম্প সেনাবাহিনীতে ট্রান্সজেন্ডার পরিষেবা সদস্যদের নিষিদ্ধ করার দরজাও খুলেছেন। তিনি ১৯ বছরের কম বয়সী ট্রান্সজেন্ডারদের জন্য লিঙ্গ-নিশ্চিতকরণ যত্নের জন্য ফেডারেল স্বাস্থ্য বীমা এবং অন্যান্য তহবিল সমাপ্ত করার আহ্বান জানান; এবং স্কুলে লিঙ্গ সম্পর্কিত পাঠ যেভাবে শেখানো হয় তা সীমাবদ্ধ করার আহ্বান জানান।

XS
SM
MD
LG