অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের একটি প্রার্থনাসভায় যোগ দিয়েছেন

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে একটি বেসরকারি ধর্মীয় গোষ্ঠীর প্রাতঃরাশ প্রার্থনায় দেয়া ভাষণে বলেন যে তিনি ধর্মীয় স্বাধীনতার উপর একটি কমিশন গঠন করছেন।

ট্রাম্প বৃহস্পতিবার হোটেল বলরুম ইভেন্টে আরও বলেন যে তিনি "খ্রিস্টান-বিরোধী পক্ষপাত নির্মূল” করার উদ্দেশ্যে গঠিত টাস্ক ফোর্সের নেতৃত্ব দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির নাম ঘোষনা করবেন।

এর আগে, ট্রাম্প আমেরিকানদের জন্য ক্যাপিটলে জাতীয় প্রাতঃরাশ প্রার্থনায় তাদের জীবনে "ঈশ্বরকে ফিরিয়ে আনতে" পরামর্শ দেন এবং বলেন যে গত বছর তাকে হত্যা করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ধর্মের সাথে তার সম্পর্ক "পরিবর্তিত হয়েছে"।

ওয়াশিংটনে ৭০ বছর ধরে চলে আসা এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে ট্রাম্প যোগ দেন যা আইন প্রণেতাদের একটি দ্বিদলীয় গোষ্ঠীকে একত্রিত করে। ট্রাম্প খৃষ্টীয় কোন বিশেষ ধারায় অনুসারী নন। তবে খ্রিস্ট ধর্মালম্বী প্রেসিডেন্ট বলেন যে তিনি বিশ্বাস করেন "আপনি ধর্ম ছাড়া সুখী হতে পারবেন না।"


XS
SM
MD
LG