ডাঃ জুলেস কাফিতিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর গোমায় অবস্থিত একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি ঘুরে দেখাচ্ছেন। এম২৩ বিদ্রোহী এবং কঙ্গোলিজ বাহিনীর মধ্যে সংঘর্ষকালে এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে হাসপাতালটি।
হাসপাতালের একটি জায়গা দেখিয়ে তিনি বলেন "এখানে ঠিক পিছনেই শেলটি পড়েছিল। ইনকিউবেটরগুলির মাত্র কয়েক মিটার দূরে, অন্যথায়, এই শিশুদের সাংঘাতিক ক্ষতি হতে পারতো।"
কাফিতিয়ে হচ্ছেন চ্যারিটে ম্যাটারনেল হাসপাতালের পরিচালক।
তিনি বলেন, নবজাতক ইউনিটের ছাদে শেল বা বোমা পড়ে ছাদ ও সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া আরেকটি কক্ষের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বুলেট বা গোলার টুকরা সেখানকার দেয়াল ধ্বংস করেছে।
তিনি বলেন, "যদি কেউ সেখানে থাকত, তারা মারা যেত"।
জাতিসংঘের অনুমান গোমার আশেপাশে সাম্প্রতিক যুদ্ধে অন্তত ২৮০০ মানুষ মারা গেছে।
কঙ্গো অভিযোগ করেছে যে রোয়ান্ডা এম২৩ ব্যবহার করে মূল্যবান খনিজ আমানত লুট করছে। রোয়ান্ডা বলে যে তারা আত্মরক্ষায় এবং জাতিগোষ্ঠীগত তুতসিদের রক্ষার জন্য কাজ করছে।
বুধবার রোয়ান্ডা সমর্থিত বিদ্রোহীরা এই সপ্তাহের শুরুতে ঘোষণা করা একতরফা যুদ্ধবিরতি সত্ত্বেও কঙ্গোর পূর্বাঞ্চলে আরেকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে।