স্যান ডিয়েগো কাউন্টি জুড়ে ছড়িয়ে পড়া দাবানলের মোকাবিলা করেন ক্যালিফোর্নিয়ার দমকল কর্মীরা। মঙ্গলবার, ২১ জানুয়ারি।
জোরালো সান্টা অ্যানা বায়ুপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার কারণে মিশন ভ্যালির পাহাড়ি এলাকায় দুপুরের ঠিক পরেই দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ে; এর ফলে এলাকা খালি করতে হয় এবং রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
ফ্যাশন ভ্যালি মলের কাছে ফ্রায়ার্স রোডের উত্তর দিকে এই দাবানলের সূত্রপাত ঘটে। পুলিশ রাস্তার একাংশ বন্ধ করে এবং পার্শ্ববর্তী একাধিক ভবন খালি করে দেয় কেননা দাবানলের মোকাবিলায় স্থলকর্মী ও হেলিকপ্টার তৎপর ছিল। এই দাবানল পাহাড়ের উপরে একটি বহুতল ফ্ল্যাট ভবনের দিকে ছড়িয়ে পড়ে।
কোনও হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার ভোরে লাইলাক নামে আরেকটি দাবানল স্যান ডিয়েগো কাউন্টির উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকা খালি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ক্যাল ফায়ারের বক্তব্য অনুযায়ী, স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় ছড়িয়ে পড়া এই দাবানলেও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। (রয়টার্স)