অ্যাকসেসিবিলিটি লিংক

সাও পাওলোতে বিমান দুর্ঘটনায় দুইজন নিহত; আগুন নেভাতে ব্যস্ত দমকল বাহিনী


ব্রাজিলের ব্যস্ত সাও পাওলো অ্যাভিনিউতে একটি ছোট বিমান বাসের উপর ভেঙে পড়ায় দুইজন নিহত ও কমপক্ষে আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ। শুক্রবার সকাল, ৭ ফেব্রুয়ারি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি মৃতদেহই বিচ এফ৯০ কিং এয়ার বিমানের ফিউজলেজে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া গেছে।

দমকল বিভাগ বলেছে, বিমানটি মার্কুইস দ্য সাও ভিসেন্তে অ্যাভিনিউতে ভেঙে পড়ে এবং তারপর বাসে ধাক্কা মারে। এই বাসের এক নারী যাত্রী আহত হন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়।

দমকল বিভাগের মুখপাত্র ক্যাপ্টেন মেকন ক্রিস্টো সিএনএন ব্রাজিলকে বলেন, বাকি যাত্রীরা নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন।

দমকল বিভাগ আরও জানিয়েছে , ধ্বংসাবশেষের আঘাত লাগায় এক সাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।

(রয়টার্স)

XS
SM
MD
LG