অ্যাকসেসিবিলিটি লিংক

আর্জেন্টিনায় এক নদীর পানি লাল হয়ে গেছে; সংক্রমণের সন্দেহ ও আশঙ্কায় উদ্বেগ


আর্জেন্টিনায় এক নদীর পানি লাল হয়ে গেছে; সংক্রমণের সন্দেহ ও আশঙ্কায় উদ্বেগ
please wait

No media source currently available

0:00 0:01:09 0:00

বুয়েনস আইরেসের উপকণ্ঠে একটি নদীর পানি বৃহস্পতিবার রক্তবর্ণ ধারণ করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

সারান্ডি নদীটি শিল্পাঞ্চল ও দরিদ্র এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে রিও দে লা প্লাতায় পতিত হয়েছে।

এই নদীর গতিপথের ধারে বিপজ্জনক বর্জ্য জ্বালানোর চুল্লিসহ বেশ কয়েকটি শিল্প-ভবন রয়েছে।

স্থানীয় বাসিন্দা মারিয়া দুকোমস (৫২) বলেছেন, একাধিক চুল্লির একটি থেকে ওঠা ধোঁয়ার কুণ্ডলীর বীভৎস গন্ধে ভোর সাড়ে ৫টায় তার ঘুম ভেঙে যায়।

তিনি বলেন, “দিনের বেলা আমি যখন জানালার বাইরে তাকালাম, তখন নদীটি শুধু লাল নয়, বরং একেবারে লাল। এটিকে রক্তের নদীর মতো দেখাচ্ছিল।”

পরীক্ষা-নিরীক্ষা চালাতে ও সংক্রমণের উৎস নির্ধারণ করতে নদী থেকে নমুনা সংগ্রহ করেছে কর্তৃপক্ষ। (এপি)

XS
SM
MD
LG