ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল, বিজেপি দীর্ঘ ২৭ বছর পর এই প্রথম দিল্লি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, হিন্দু-জাতীয়তাবাদী নেতা, নরেন্দ্র মোদীকে এই বিজয় আরও শক্তি জোগাবে। শনিবার, ৮ ফেব্রুয়ারি।
ভারতের নির্বাচন কমিশনের তথ্য বলছে, রাজধানী দিল্লির ৭০টি আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছে মোদীর ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) ২২টি আসন লাভ করেছে।
২০১২ সালে দুর্নীতি-বিরোধী আন্দোলনের মাধ্যমে আম আদমি পার্টির উত্থান ঘটেছিল এবং ২০১৫ সালে এই দল দিল্লিতে প্রথম নির্বাচনী সাফল্যের স্বাদ পায় ও দুই মেয়াদে এই অঞ্চল শাসন করেছে।
৫৫ বছর বয়সী কেজরিওয়ালকে গত বছর লোকসভা নির্বাচন শুরুর কয়েক সপ্তাহ আগে ঘুষ কাণ্ডে গ্রেফতার করা হয়; মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন তিনি। তবে, বিজেপি তার দাবিকে নাকচ করেছে।
কেজরিওয়াল নিজের আসনে পরাজিত হয়েছেন। আম আদমি পার্টি এখন গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে।
(রয়টার্স)