অ্যাকসেসিবিলিটি লিংক

ডেভিল হান্ট অভিযানে খাগড়াছড়িতে ৪ ছাত্রলীগ নেতাকর্মী আটক


খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ৮ ফেব্রুয়ারি, ২০২৫।
খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ৮ ফেব্রুয়ারি, ২০২৫।

দেশব্যাপী অপারেশন ডেভিল্ট হান্ট ঘোষণার পর খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে গুইমারা উপজেলায় বড়পিলাক এলাকা খেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ২ নম্বর হাফছড়ি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সোহাগ মিয়া, সক্রিয় কর্মী মো. সেলিম, মো. আব্দুল রহিম ও মো. আজিজুল। তারা সবাই হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়পিলাক এলাকার বাসিন্দা।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামূল হক চৌধুরী জানান, “স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশের অভিযানের অংশ হিসেবে গুইমারা বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।”

তাদের আজ আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি এনামূল হক।

অপারেশন ডেভিল হান্ট কী?

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে গাজীপুরসহ সারাদেশে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেশন ডেভিল হান্ট'।

'সন্ত্রাসীদের' আইনের আওতায় আনতে এই অভিযান হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার রাতে গাজীপুরে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও 'সন্ত্রাসীদের' আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভাসূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও 'সন্ত্রাসীদের' আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে।

কী ঘটেছিল মোজাম্মেল হকের বাড়িতে?

গাজীপুরে আওয়ামী লীগের সকল প্রকার চিহ্ন মুছে দিতে বিভিন্ন স্থাপনা ও নেতা কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর সময়ে হামলার শিকার হয়েছে বিক্ষোভকারীরা। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন। পরে তাদের চিকিৎকার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর শহরের দক্ষিণখান এলাকায় ক্ষমতাচ্যুত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালাতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর চড়াও হয় এবং মারধর করে।

হামলার ঘটনা নিশ্চিত করে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, ওই ঘটনা সংশ্লিষ্ট আরও তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ। গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা-কর্মীরা। এতে যোগ দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম।

এদিকে গাজীপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে মারধরে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাঁদের খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "ছাত্রদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।"

XS
SM
MD
LG