অ্যাকসেসিবিলিটি লিংক

বইমেলায় তসলিমা নাসরীনের বই নিয়ে 'তৌহিদি জনতা'র উত্তেজনায় এক স্টল বন্ধ 


তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে উত্তেজনাকর পরিস্থিতি। ১০ ফেব্রুয়ারি, ২০২৫।
তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে উত্তেজনাকর পরিস্থিতি। ১০ ফেব্রুয়ারি, ২০২৫।

বাংলা সাহিত্যের নির্বাসিত প্রবাসী লেখিকা তসলিমা নাসরিনের বই 'চুম্বন' স্টলে রাখা নিয়ে একুশে বইমেলায় সব্যসাচী প্রকাশনীর স্টলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় 'তৌহিদি জনতা' স্টলের সামনে জড়ো হলে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রদর্শনীতে থাকা বইটি দেখে স্টলে ভিড় জমেছিল। হট্টগোলের মধ্যে স্টলে উপস্থিত লেখক শতাব্দী ভবকে ঘিরে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়।

উত্তেজনা বাড়তে থাকায় কিছু ব্যক্তি ভবকে ক্ষমা চাইতে বলেন। ক্রমবর্ধমান চাপের মুখে লেখক শেষ পর্যন্ত হাত জোড় করে ক্ষমা চান। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, পুলিশ শতাব্দী ভবকে নিজেদের হেফাজতে নিয়েছে।

ঢাকার সংবাদমাধ্যম প্রথম আলো লিখেছে, এই স্টলের বিরুদ্ধে নাস্তিকতা প্রচারের অভিযোগ তুলে সেটি গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে গতকাল রবিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়েছিল। এরপর সোমবার সন্ধ্যায় সেখানে এই ঘটনা ঘটল।

বিডিনিউজ২৪ লিখেছে, উত্তেজিত জনতার দাবি, এই প্রকাশক সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করে ইসলামপন্থিদের ‘জঙ্গি’ বলে গালাগাল করেছেন এবং মেলায় এসে ‘জয় বাংলা/জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সাধারণ-জনতার ওপর হামলা করেছেন।

ফেসবুকে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে কিছু উত্তেজিত লোক সব্যসাচী প্রকাশনীর স্টলের সামনে গিয়ে জড়ো হয়ে স্টল বন্ধ করতে বলছেন, পরে পুলিশ এসে স্টলটি আপাতত বন্ধ করে পরিস্থিতি সামাল দিয়েছে।

সব্যসাচীর প্রকাশক শতাব্দী ভবর স্ত্রী সানজানাকে উদ্ধৃত করে বিডিনিউজ ২৪ লিখেছে, “তসলিমা নাসরিনের বই রাখার কারণে দুই দিন ধরেই কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আমাদের স্টল গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে।"

বাংলা একাডেমী দাবি করেছে তারা কোনও স্টল বা বই বিক্রি বন্ধ করেনি।

XS
SM
MD
LG