ছবিতে লোকজনকে একুশে বইমেলায় বন্ধ অবস্থায় সব্যসাচী প্রকাশনীর স্টলের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে। মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫।
বাংলা সাহিত্যের নির্বাসিত প্রবাসী লেখিকা তসলিমা নাসরিনের বই 'চুম্বন' স্টলে রাখা নিয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিছু বিক্ষোভকারী স্টলের সামনে জড়ো হলে উত্তেজনা সৃষ্টি হয়।
তসলিমা নাসরিন ইসলামপন্থী গোষ্ঠীর পক্ষ থেকে লাগাতার মৃত্যুর হুমকি পাওয়ার কারণে বহু বছর আগে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন।
ফেসবুকে বইমেলার ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, সেখানে দেখা যায় 'তৌহিদি জনতা' সব্যসাচী প্রকাশনীর স্টলের সামনে গিয়ে জড়ো হয়ে স্টল বন্ধ করতে বলছেন। পরে পুলিশ এসে স্টলটি বন্ধ করে পরিস্থিতি সামাল দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রদর্শনীতে থাকা বইটি দেখে স্টলে ভিড় জমেছিল। হট্টগোলের মধ্যে স্টলে উপস্থিত সব্যসাচীর প্রকাশক এবং লেখক শতাব্দী ভবকে ঘিরে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, পুলিশ শতাব্দী ভবকে নিজেদের হেফাজতে নিয়েছে।