অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় বংশোদ্ভুত পল কাপুরকে পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়ার অ্যাসিসটেন্ট সেক্রেটারি হিসাবে মনোনয়ন দিলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের লোগো
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের লোগো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত নিরাপত্তা বিশেষজ্ঞ পল কাপুরকে পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারী) হোয়াইট হাউসের পক্ষ থেকে সেনেটে তার নাম পাঠানো হয়।

সেনেটে অনুমোদন পেলে, তিনি ডনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন। লু'র মেয়াদ শেষ হয়েছে ১৭ জানুয়ারি ২০২৫-এ।

কাপুরের দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও পারমাণবিক নীতি বিষয়ে তার বিস্তৃত গবেষণা রয়েছে।

বর্তমানে, কাপুর ইউএস নেভাল পোষ্ট গ্র্যাজুয়েট স্কুলের জাতীয় নিরাপত্তা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২০-২০২১ সালে, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের পলিসি প্ল্যানিং বিভাগে কাজ করেছেন, যেখানে ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কবিষয়ক কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অনুমোদন পেলে, ভারতের পাশাপাশি কাপুর আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানসহ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের তত্ত্বাবধান করবেন।

XS
SM
MD
LG