ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসি-তে টেসলার সিইও ইলন মাস্কের সাথে দেখা করেন।
বৈঠকের পরে সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে, মোদী লিখেছেন যে তারা মহাকাশ, প্রযুক্তি এবং গতিশীলতা সহ "বিভিন্ন ইস্যু" নিয়ে আলোচনা করেছেন।
তিনি আরও বলেন, "আমি সংস্কার এবং 'ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন'-এর দিকে ভারতের প্রচেষ্টার কথা বলেছি।"
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথকভাবে একটি বিবৃতিতে বলেছে, "উদীয়মান প্রযুক্তি, ব্যবসায়িক উদ্যোক্তা এবং সুশাসনের ক্ষেত্রে সহযোগিতা গভীর করার সুযোগগুলিও তাদের আলোচনার অংশ ছিল।"
সাক্ষাতের সময় মাস্কের পরিবারও উপস্থিত ছিল।
মোদী তার দুদিনের সফরের সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে বৃহস্পতিবার বিকালে দেখা করবেন।