অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে ভার্চুয়াল দাসত্ব থেকে ২৬০ জন বিদেশিকে উদ্ধার; চলছে পুনর্বাসন

থাইল্যান্ডের সেনা বাহিনী বলেছে, ধারণা করা হচ্ছে, অনলাইন জালিয়াতি সেন্টারে কাজের জন্য পাচার হয়ে এসে আটকে পড়েছে ২৬০ জন। তাদেরকে মিয়ানমার থেকে উদ্ধারের পর তাদের দেশে ফেরত পাঠানো হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পরিচালিত বহু জালিয়াতি কেন্দ্রের উপর নতুনভাবে দমনের অংশ এই ধরপাকড়।

থাইল্যান্ডের সেনা বাহিনীর দেওয়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধার করা ব্যক্তিদের নিয়ে একটি নৌকা বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তে থাইল্যান্ডের টাক প্রদেশে পৌঁছচ্ছে।

থাইল্যান্ডের সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে তাদের আটকে রাখা হয়েছিল, সেই এলাকা নিয়ন্ত্রণ করে মিয়ানমারের একটি জাতিগোষ্ঠীগত মিলিশিয়া ডেমোক্রেটিক কারেন বেনেভলেন্ট আর্মি; এই কর্মীদের মুক্ত করে সীমান্তে নিয়ে আসায় এই আর্মির ভূমিকা রয়েছে।

আর্মি বলেছে, সর্ব সাম্প্রতিক অভিযানে যাদের উদ্ধার করা হয়েছে তারা ২০টি দেশ থেকে এসেছে; তবে, এদের মধ্যে ইথিওপিয়া, কেনিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, পাকিস্তান ও চীনের নাগরিক বেশি।

ধারণা করা হয়, বেশ কয়েকটি জাতিগোষ্ঠীগত মিলিশিয়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত; এই কাজের মধ্যে রয়েছে মাদকের চোরাচালান ও কল-সেন্টার জালিয়াতির কাণ্ডকারখানাকে নিরাপত্তা দেওয়া।

থাইল্যান্ডের সেনা বাহিনী বলেছে, উদ্ধারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে; যদি তারা মানবপাচারের শিকার হয়েছে বলে বিবেচিত হয় তাহলে তাদের নিরাপত্তাজনিত প্রক্রিয়ার আওতায় নেওয়া হবে।


XS
SM
MD
LG