হামাস ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে শনিবার আরও তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ।
জিম্মিদের একজন হচ্ছেন ইসরায়েলি আমেরিকান সাগুই ডেকেল চেন (৩৬), তিনি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কিব্বুটজ নীর ওজের বাসিন্দা। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী হামলার সময় হামাস জঙ্গিদের বাধা দেয়ার সময় চেনকে বন্দী করা হয় বলে জানা গেছে। আটক হবার দুই মাস পর তার স্ত্রী আভিতাল তাদের তৃতীয় কন্যা সন্তানের জন্ম দেন।
এছাড়াও কিবুতজ নির ওজ এর আরেক বাসিন্দা ইসরায়েলি রাশিয়ান সাশা ট্রুফানোভ (২৯), মুক্তি পেয়েছেন। হামাসের আক্রমণের সময় তাকে অপহরণ করা হয়েছিল। তার মা ইলেনা, দাদি ইরিনা তাতি এবং বান্ধবী সাপির কোহেনকেও তখন অপহরণ করা হয়। এক মাস পর জিম্মি চুক্তিতে তিন নারীকেই মুক্তি দেওয়া হয়। হামলায় তার বাবা ভিটালি নিহত হন। পরিবারটি ২৫ বছর আগে রাশিয়া থেকে ইসরাইলে চলে আসে।
মুক্তি পাওয়া তৃতীয় ব্যক্তি হচ্ছেন ৪৬ বছর বয়সী ইসরায়েলি আর্জেন্টিনিয়ান আইয়ার হর্ন, তিনিও কিবুতজ নির ওজ এর বাসিন্দা। হামাসের হামলায় তাকে অপহরণ করা হয়েছিল, তার ভাই ইতানের সাথে, তবে ইতান জিম্মি চুক্তির বর্তমান পর্যায়ের অংশ নন।
যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরায়েল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।