অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান চ্যান্সেলর শোলজ মিউনিখে সন্দেহজনক হামলার শিকারদের জন্য একটি অস্থায়ী স্মৃতিসৌধ পরিদর্শন করেন

মিউনিখের মেয়র ডিয়েটার রেইটার, জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ ও সে দেশের পরিবহন, ডিজিটাল বিষয় ও বিচার মন্ত্রী ভলকার উইসিং জার্মানির দক্ষিণাঞ্চলের মিউনিখ শহরের সেই স্থানে পুষ্পাঞ্জলি অর্পণ করেন যেখানে ভিড়ের মধ্যে একটি গাড়ি ঢুকে পড়েছিল। ১৫ ফেব্রুয়ারি, ২০২৫।

পুলিশ মনে করে, মিউনিখে একদল মানুষের মধ্যে তীব্র গতিতে গাড়ি নিয়ে ঢুকে পড়া সন্দেহভাজন আফগান ব্যক্তিটির উগ্র ইসলামি উদ্দেশ্য লক্ষ্য থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই হামলায় আহত কয়েক ডজন ব্যক্তিকে শ্রদ্ধা জানান জার্মানির নেতারা।

বাভারিয়ান শহরে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের প্রাক্কালে এবং জার্মানরা ২৩ ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে যখন অগ্রসর হচ্ছিল তার ঠিক আগে ১৩ ফেব্রুয়ারির হামলার ঘটনাটি ঘটে। উল্লেখ্য, একাধিক হামলার দায় অভিবাসন-প্রত্যাশীদের উপর চাপানোর পর এই নির্বাচনে অভিবাসন একটা প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। (এএফপি)


XS
SM
MD
LG