অ্যাকসেসিবিলিটি লিংক

আলোচনায় রাশিয়ার সততার উপর নির্ভর করছে নিষেধাজ্ঞা আরোপের বিষয়: জি-সেভেন মন্ত্রীরা


মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কথা বলছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বায়েরবুকের সঙ্গে। মিউনিখ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫। জি-সেভেন সদস্যরাষ্ট্রগুলির মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি ইউক্রেনের জন্য শান্তি চুক্তির পক্ষে সম্মত হয়েছে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কথা বলছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বায়েরবুকের সঙ্গে। মিউনিখ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫। জি-সেভেন সদস্যরাষ্ট্রগুলির মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি ইউক্রেনের জন্য শান্তি চুক্তির পক্ষে সম্মত হয়েছে।

শনিবার জি-সেভেনের পররাষ্ট্র মন্ত্রীরা নিরাপত্তার কঠোর নিশ্চয়তার সঙ্গে ইউক্রেনের দৃঢ় শান্তি চুক্তি সম্পাদনের পক্ষে তাদের কাজ চালিয়ে যাবেন বলে সহমত হয়েছেন এবং বলেন মস্কোর সঙ্গে সততা নিয়ে আলাপের উপর নির্ভর করছে দেশটির উপর আগামিতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের পার্শ্ব বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, “ ফেব্রুয়ারির পর (রাশিয়ার উপর) কোন বাড়তি নিষেধাজ্ঞা নির্ভর করছে ইউক্রেনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দীর্ঘ মেয়াদি নিরাপ্ত্তা ও স্থিতিশীলতা দিতে পারে এমন শর্তে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের টেকসই অবসানের জন্য রুশ ফেডারেশান সততার সঙ্গে বাস্তব পদক্ষেপ নিচ্ছে কী না তার উপর”। এই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও ও অন্তর্ভুক্ত।

জি-সেভেন’এ ফ্রান্স, জার্মানি, ইটালি, কানাডা, জাপান ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নও অন্তর্ভুক্ত রয়েছে। তারা টেকসই শান্তি অর্জনে সহায়তা করতে তাদের প্রতিশ্রুতি এবং “ যুদ্ধ আবার শুরু হবে না সেটা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তার নিশ্চয়তা গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর” জোর দেন।

ইউক্রেন নিয়ে অনানুষ্ঠানিক শীর্ষ বৈঠকের সম্ভাবনা

ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তরের একজন কর্মকর্তা শনিবার জানান, ইউক্রেন বিষয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠক আয়োজনের সম্ভাবনা নিয়ে ফ্রান্স ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করছে যদিও এই পর্যায়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের একটি প্যানেল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী র‌্যাডস্ল সিকোরস্কি বলেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ প্যারিসে ইউরোপীয় নেতাদের একটি শীর্ষ বৈঠক ডেকেছেন।

সিকোরস্কি বলেন , “ প্রেসিডেন্ট ( ডনাল্ড) ট্রাম্পের কাজ করার নিজস্ব একটা পদ্ধতি আছে যাকে রুশরা বলে, ‘লড়াইয়ের মাধ্যমে শক্তি যাচাই করা’। আপনি ধাক্কা দেন এবং দেখেন ঠিক কি হচ্ছে, আর তারপর আপনার অবস্থান পরিবর্তন করুন, বৈধ কৌশল। আর আমাদের জবাব দিতে হবে”।

সিকোরস্কি আরও বলেন, “ আর আমি খুব খুশি যে প্রেসিডেন্ট ম্যাক্রঁ আগামিকাল আমাদের নেতাদের ডেকেছেন এবং আমি আশা করছি তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেবেন”।

ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তরের এই কর্মকর্তা বলেন, এ ধরণের কোন শীর্ষ বৈঠক হলে তা রবিবার হবে না।

পোল্যান্ডের নেতা ডনাল্ড টাস্কের প্রসঙ্গ টেনে সিকোরস্কি পরে এক্স ‘এ বলেন “ আমি আনন্দিত যে প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক, প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর আমন্ত্রণে সোমবার ইউরোপীয় নেতাদের বৈঠকে যোগ দেবেন। আমাদের শক্তি ও একতা প্রদর্শনের প্রয়োজন আছে”।

এটা এখনও পরিস্কার নয় যে এই আমন্ত্রণ কি কেবল মাত্র ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রদের পাঠানো হবে কিংবা তা আরও বিস্তৃত আমন্ত্রণ হবে এবং এতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকেও আমন্ত্রণ জানানো হবে কী না।

XS
SM
MD
LG