সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে শিউলি আক্তার (৩২) নামে একজন মারা গেছেন। আর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও তিনজন।
তিনি রবিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, "শুক্রবার রাতের আগুনে শিউলির শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।"
আশুলিয়ার গোমাইল এলাকায় একটি ফ্ল্যাটে পরিবারের সদস্যরা পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হন। দগ্ধদের মধ্যে চার শিশুও রয়েছে।
বিস্ফোরণের বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে আশুলিয়া মহিলা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সবাইকে ঢাকার হাসপাতালে স্থানান্তর করা হয়।
দগ্ধরা হলেন- সূর্য বানু (৫০), জহুরা বেগম (৭০), মনির হোসেন (৪৫), সোহেল রানা (৩৮), সুমন মিয়া (৩২), শিউলি আক্তার (৩২), শারমিন (৩৫), সামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়েদ (৪) ও সুমাইয়া (৪)।
এদের মধ্যে শিউলি মারা যান এবং সুমন, শারমিন ও সোয়েদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান আবাসিক চিকিৎসক।
শবে বরাত উপলক্ষে ওই ফ্ল্যাটে পরিবারের লোকজন জড়ো হয়েছিলেন বলে জানা গেছে।