অ্যাকসেসিবিলিটি লিংক

টিসিবি ট্রাক সেলের মাধ্যমে পুনরায় বিক্রয় কার্যক্রম শুরু


টিসিবি ট্রাক সেলের মাধ্যমে পুনরায় বিক্রয় কার্যক্রম শুরু
please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাক সেলের মাধ্যমে পুনরায় বিক্রয় কার্যক্রম শুরু করেছে।

এর বিনিময়ে বাজারে পণ্যমূল্য আরও সহনশীল হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ১১ ফেব্রুয়ারি বলেন, অতিরিক্ত ৯ হাজার টন পণ্য এই কার্যক্রমের আওতায় বিক্রি হবে। এই কার্যক্রমে বাজার নিম্নগামী ও সহনশীল হবে। এতে প্রান্তিক মানুষের জীবনে স্বস্তি আসবে। তিনি আরও জানান, টিসিবি ৬৩ লাখ পরিবারকে ভর্তূকিমূল্যে পণ্য সরবারহ করে থাকে।

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি করে মসুর ডাল ও ছোলা, ১ কে‌জি চিনি এবং ৫০০ গ্রাম খেজুর কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তে‌ল ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা এবং খেজুর ও চিনি ১৫৬ টাকা করে বিক্রি করা হচ্ছে।

XS
SM
MD
LG