অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার আলাওয়াইতদের শহরে বন্দুকধারীরা কয়েক ডজন লোককে হত্যা করেছে


দামেস্কে বর্ধিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সিরিয়ার সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে। সুত্রগুলি জানিয়েছে সিরিয়ার জাবেলহতে বৃহস্পতিবার রাতে এক আচমকা আক্রমণে নিরাপত্তা বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য নিহত হয়।
দামেস্কে বর্ধিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সিরিয়ার সরকারি বাহিনী মোতায়েন করা হয়েছে। সুত্রগুলি জানিয়েছে সিরিয়ার জাবেলহতে বৃহস্পতিবার রাতে এক আচমকা আক্রমণে নিরাপত্তা বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য নিহত হয়।

বন্দুকধারীরা শুক্রবার সিরিয়ার গ্রামীন উপকূল অঞ্চলের আলাওয়াইতদের শহরে কমপক্ষে দুই ডজন পুরুষ বাশিন্দাকে হত্যা করেছে বলে ওই অঞ্চলের লোকজন ও ভিডিও ফুটেজের বরাত দিয়ে দু জন আলাওয়াইত সক্রিয়বাদী এবং একজন যুদ্ধ পর্যবেক্ষক জানিয়েছেন।

রয়টার্স ভিডিও এই স্থানটিকে প্রধান জনপথ এম৪’এর কাছে আল-মুখতারিয়েহ বলে চিহ্নিত করেছে। তারা ওই গ্রামের স্যাটেলাইট ছবিতে রাস্তা, ভবনগুলি, গাছপালা এবং বিদ্যূতের খুঁটি দেখে স্থানটি সনাক্ত করে। তাতে দেখা যায় শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তার পাশে কমপক্ষে ২০টি মরদেহ কাছাকাছি পড়ে আছে তাদের মধ্যে কয়েকটি রক্তাক্ত।

এই ছবিটি তোলার সঠিক তারিখ এবং কে এই ছবিটি তুলেছে সেটি তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া যায়নি কিন্তু ছায়াটি যেদিকে পড়েছে তাতে মনে হচ্ছে গত দু মাসের মধ্যে এটি সকাল বেলা তোলা হয়। রয়টার্স স্বাধীন ভাবে এটা নিশ্চিত করতে পারেনি যে ওই স্থানে ঠিক কি হয়েছিল।

বিদ্রোহী থেকে শাসক হওয়া হায়াত তাহরির আল-শামের দ্বারা গত বছর ক্ষমতাচ্যূত সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ তাঁর তদানীন্তন নিরাপত্তা ব্যবস্থা ও সিরিয়ার আমলাতন্ত্রের জন্য আলাওয়াইত সম্প্রদায়ের বিপুল সংখ্যক সদস্যকে ব্যবহার করতেন।

এখন আলাওয়াইত সক্রিয়বাদীরা বলছে যে আসাদের পতনের পর, বিশেষত হমস আর লাতাকিয়ার গ্রামাঞ্চলে তাদের সম্প্রদায় হামলা ও সহিংসতার শিকার হচ্ছে ।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউমান রাইটস’এর রামি আব্দুলরহমান বলেন স্থানীয় সুত্রগুলি তাঁর সংগঠনকে বলে যে ওই শহরে এলাকার সংখ্যালঘু আলাওয়াইত সম্প্রদায়ের ৩৮ জনকে জবাই করে হত্যা করা হয়।

আব্দুলরহমান বলেন, “ ইদলিব অঞ্চল থেকে আসা বন্দুকধারীরা ভোর বেলায় সেখানে পৌঁছায় এবং নারীদের বাড়িতে থাকার নির্দেশ দিয়ে পুরুষদের নিয়ে যায়। তারপর পুরুষদের হত্যা করা হয়”।

বিষয়টির স্পর্শকাতরতার কারণে নাম প্রকাশ না করার শর্তে দু জন আলাওয়াইত সক্রিয়বাদি বলেন যে শুক্রবার এই হত্যাকান্ডটি ঘটে এবং তারা এ জন্য সিরিয়ার নতুন ইসলামপন্থি শাসক কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত বন্দুকধারীদের দায়ী করেন।

একজন সরকারি মুখপাত্র এবং শাসক কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত দু জন কর্মকর্তার কাছে মন্তব্য চেয়ে বার্তা পাঠানো হলে তাঁরা কেউই তাৎক্ষণিক ভাবে জবাব দেননি।

নিরাপত্তা বাহিনী ইদলিবে তাদের শক্ত ঘাঁটি এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে আরো সৈন্য উপকূলীয় অঞ্চলে পাঠিয়েছে যাতে করে, তাদের কথায় আসাদের সঙ্গে সম্পৃক্ত এই বিকাশমান বিদ্রোহকে দমন করা যায়।

আব্দুল রহমান বলেন গত ২৪ ঘন্টায় অবজার্ভেটারি আরও কয়েকটি ঘটনায় নিশ্চিত হয়েছে যে আলাওয়াইত পুরুষদের হত্যা করা হয়েছে কিংবা অপমানিত করা হয়েছে এমনকী তাদের দিয়ে কুকুরের ডাক দেওয়ানো হয়েছে।

রয়টার্স নিরপেক্ষভাবে এই সব প্রতিবেদন সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।

XS
SM
MD
LG