অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সৌদি আরবে পৌঁছেছেন


ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সৌদি আরবে পৌঁছেছেন
please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের একদিন আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। সোমবার, ১০ মার্চ, ২০২৫।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে এই বৈঠকে পর্যাপ্ত অগ্রগতি হবে বলে আশা করছে ওয়াশিংটন।

যুদ্ধের দ্রুত অবসান ঘটানোর ঘোষণা করে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধকালীন নীতিতে বদল এনে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনা করেছে। সেই সঙ্গে কিয়েভকে সামরিক সহায়তা ও গোয়েন্দা বিভাগীয় তথ্য দেওয়া বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র।

জেলেন্সকি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে ওভাল অফিসে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউক্রেন “বাস্তবসম্মত” সম্পর্ক চাইছে।

২০২২ সালে রুশ আগ্রাসনের পর থেকে সৌদি আরব মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। তাদের উদ্যোগগুলির মধ্যে রয়েছে বন্দি-বিনিময়ে মধ্যস্থতা এবং মস্কো ও ওয়াশিংটনের মধ্যে গত মাসে বৈঠক আয়োজন করা।

সৌদি আরব মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা আয়োজন করতে যাচ্ছে।

XS
SM
MD
LG