অ্যাকসেসিবিলিটি লিংক

হামলায় নিহতদের স্বরণে আফগানিস্থানে জাতীয় শোক


রবিবার আফগানিস্থানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কাবুলে সরকারী ভবনের বাইরে বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স দিয়ে ভয়াবহ হামলা চালানোর একদিন পর শোকে স্তব্ধ আফগান জনগন নিহতদের স্বরণ করেছে। আফগান কর্মকর্তারা বলেছেন ঐ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০৩ জনে দাঁড়িয়েছে, এছাড়াও দুশোরও বেশী মানুষ মারাতœ আহত হন। তালেবানরা এ ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।

স্বররাষ্ট্র মন্ত্রী ওয়াইস আহমদ বাকাম কাবুলে এক সংবাদ সন্মেলনে সর্বশেষ ক্ষয়ক্ষতির হিসেব প্রকাশের সময় বলেন, নিহতদের মধ্যে অনেক পুলিশ সদস্য ছিল। তবে তিনি সঠিক কোন পরিসংখ্যা দেননি। আহতদের মধ্যে ৩০ জন পুলিশ সদস্য থাকার কথা জানিয়েছেন তিনি।

আফগান গোয়েন্দা সংস্থার প্রধান মাসুম স্ট্যানকজাই জানান শনিবারের বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত চলেছে।

XS
SM
MD
LG