অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব


অস্ট্রেলিয়ার হাইকোর্ট শুক্রবার এক আদেশ জারি করেছেন যে দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী এবং চার জন সেনেটরের দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তারা আইন সংগত ভাবে সংসদে থাকতে পারেন না।

কোর্টের সিদ্ধান্তের কারণে বার্ণাবি জয়েস ঐ পদে থাকার অযোগ্য হওয়ায় ১৫০ আসনের প্রতিনিধি পরিষদে যে এক আসনের সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠিত হয়েছিল, এখন সেই পদ পূরণের জন্য ডিসেম্বর মাসে তারই এলাকায় নির্বাচন হবে।

নির্বাচনের সময়ই জয়েস অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে জয়েসসহ ৭জন নেতার দ্বৈত নাগরিকত্বের বিষয়টি প্রকাশ পাওয়ার পর পার্লাম্যান্টে প্রশ্ন দেখা দিয়েছে। জয়েস নিউজিল্যান্ডের নাগরিকত্ব বর্জন করলে পুনরায় নির্বাচনে অংশ নিতে পারবেন।

XS
SM
MD
LG