অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন তিনি জেরুজালেমকে ইস্রায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন এবং তাদের দূতাবাস তেল আভিভ থেকে সরিয়ে জেরুজালেমে স্থাপন করবেন।
মঙ্গলবার প্রধানমন্ত্রী মরিসন সাংবাদিকদের জানিয়েছেন ইস্রায়েলে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ডেভ সারম্যান যে পরামর্শ দিয়েছেন তা তিনি মুক্ত মন নিয়ে বিবেচনা করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত বছর ডিসেম্বর মাসে, জেরুজালেমকে সরকারী ভাবেই ইস্রায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং মে মাসে জেরুজালেমে আমেরিকানদূতাবাস খোলা হয়। সারম্যান ক্ষমতাসীন রক্ষণশীল দল লিবারাল পার্টির সদস্য এবং আগামী শনিবার সংসদের উপনির্বাচনে ইহুদী অধ্যুষিত সিডনী থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই নির্বাচনে সারম্যান যদি হেরে যান তাহ’লে অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদে লিবারাল পার্টি একক সংখ্যা গরিষ্ঠতা হারাবে।