অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাজিলে সরকার বিরোধী বিক্ষোভ


ব্রাজিলের প্রেসিডেন্ট জরুরী ভিত্তিতে মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন। সরকার কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরেও দেশেটিতে জোরালো প্রতিবাদ আন্দোলন অব্যাহত রয়েছে।

বৃহসপতিবার, ব্রাজিলের ১২টিরও বেশি শহরে অন্তত ১০ লক্ষ মানুষ বিক্ষোভ করে। এর মধ্যে অন্তত ৩ লক্ষ প্রতিবাদকারী রিও ডি-জেনেরো শহরে সমাবেত হ’লে পুলিশ তাদের ওপরে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

বিক্ষোভকারীরা রাজধানী ব্রাসেলীয়াতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতর্কিতে ডুকে আগুন লেগে যেতে পারে এমন কিছু জিনিষ ছুড়তে থাকে এবং পুলিশ বিক্ষোভকারীদের প্রতিহত করার আগেই তারা বাজী ফাটায়।

প্রেসিডেন্ট দিলমা রোউজেফ পরিস্থিতি কিভাবে সামাল দিবেন সে বিষয়ে আজ বেশ কয়েকজন মন্ত্রির সংগে আলোচনা কবেন। প্রেসিডেন্ট আগামি সপ্তাহে তার পূর্ব পরিকল্পিত জাপান সফর বাতিল করেছেন।
XS
SM
MD
LG