অ্যাকসেসিবিলিটি লিংক

আজ বিশ্বের নানা জায়গায় পালিত হচ্ছে বড়দিন


ফিলিস্তিনী কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তটের বেথলেহেম শহরে বড়দিনের উৎসব শুরু হয়েছে।

বড়দিন উপলক্ষে ২৪শে ডিসেম্বর সন্ধ্যায় অর্থাৎ ক্রিসমাস ইভে সুসজ্জিত ফিলিস্তিনী ছেলে-মেয়েরা ম্যানযার চত্বরে শোভাযাত্রা করে। তারা চার্চ অব নেটিভিটির সামনে করে আলো ঝলমলে বিশাল ক্রিসমাস ট্রির সামনে সমবেত হয় সেখানেই আজ থেকে বহুকাল আগে প্রভু যিশু জন্ম গ্রহণ করেছিলেন বলেই প্রথাগত ভাবে বিবেচ্য।

পৃথিবীর নানা স্থান থেকে তীর্থযাত্রীরা সমবেত হয়েছেন বেথলেহেমের প্রাচীন গ্রোট অথ দ্যা নেটিভিটি বা যে গুহায় জন্ম নিয়েছিল যিশুখ্রিস্ট সেখানে।

XS
SM
MD
LG