অ্যাকসেসিবিলিটি লিংক

কলোম্বিয়ায়পুলিশ একাডেমীতে হামলায় ২১ নিহত এবং আহত অনেকে 


কলোম্বিয়ায়এক পুলিশ একাডেমীতে একটি ট্রাকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী আক্রমণ চালানো হয়।ঐ হামলায় অন্তত ২১ জন প্রাণ হারান এবং আহত হয়েছে আরও অন্তত ৬৮ জন।
কলোম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকুয় পশ্চিম কলোম্বিয়ায় তার নির্ধারিত বৈঠক বাতিল করে ফিরে এসেছেন এবং বোগোটার কাছে যেখানে হামলা হয়েছেসেই স্থানে যান। তিনি বলেন, এই আক্রমণ কেবল মাত্র কম বয়সীদের উপরে নয় এ হামলা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর উপরে

। এই আক্রমণ আমাদের সমাজের উপরে। এই ধরণের সন্ত্রাসী হামলার উপযুক্ত শাস্তি হবে। যুক্তরাষ্ট্রের ল্যাটিন আমেরিকা বিষয়ক সহ পররাষ্ট্রমন্ত্রী কিম্বারলী ব্রিয়ার ঐ হামলায় আহত এবং নিহতদের পরিবারের প্রতি আমেরিকার পক্ষথেকেসমবেদনাজানান।
রাজধানীর দক্ষিণাঞ্চলে পুলিশ একাডেমীতে প্রধান গেইটে নিরাপত্তা সেনা এবং বোমা শুকে বুঝতে পারে এমন কুকুরও থাকা সত্ত্বেও ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে ট্রাক চালিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। কলোম্বিয়া কর্তৃপক্ষ ট্রাক চালককে সনাক্ত করতে পেরেছে কিন্তু এখন পর্যন্ত কোন দল ঐ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

XS
SM
MD
LG