কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুকে বলেছেন, "কলোম্বিয়া কোন ধরণের হুমকি সহ্য করবে না।" কলম্বিয়ার বিপ্লবী সেনা দল 'ফার্কের' সাবেক বিদ্রোহীদের একটি দল ঘোষণা করেছে যে তারা তাদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আবারও অস্ত্র তুলে নিচ্ছে এবং ঐতিহাসিক শান্তি চুক্তির ভেতরে তাদের এই অধিকার দেওয়া হয়েছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট ঐ ঘোষণার প্রতি উত্তরে বলেছেন,“কোন রকম কিছু সহ্য করা হবে না।”
প্রাক্তন কমান্ডার ইভান মারকেজসহ অন্যান্যবিদ্রোহীরা যেবিদ্রোহ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তাদের বিরুদ্ধে কলম্বিয়ার পিস ট্রাইব্যুনালগ্রেপ্তার পরওয়ানা জারি করেছে।বৃহস্পতিবার মারকেজ এক ভিডিও বার্তায় নতুন করে অভিযান শুরু করার ঘোষণা দেন।
দক্ষিণ আমেরিকার ঐ দেশটিতে তিন বছর আগে এক শান্তি চুক্তির মাধ্যমে পাঁচ দশক ধরে চলতে থাকা সশস্ত্র লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে।ভিডিওতে মারকেজকে ভারী অস্ত্র সজ্জিত প্রায় ২০ জনগেরিলার সংগে দেখা যায়।রয়টার বার্তা মাধ্যমের খবরে বলাহয়েছেপ্রেসিডেন্টডুকে ইউটিউব ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে বাতথ্য প্রদান করলে৮লক্ষ ৬৩ হাজার ডলার পুরষ্কারের কথা ঘোষণা করেছেন।