অ্যাকসেসিবিলিটি লিংক

মিসরের সামরিক বাহিনী কি পদক্ষেপ গ্রহণ করবে তার অপেক্ষায়



মিসরের সামরিক বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসীকে দেশের রাজনৈতিক সংকট নিরসনের পথ খুঁজে নেওয়ার জন্য যে চুড়ান্ত সময় সীমা বেঁধে দিয়েছে তা পার হবার পর তারা কি পদক্ষেপ গ্রহণ করবে তা দেখার জন্য মিসরের জনগণ অপেক্ষা করছে। বিরোধীরা চাইছে মরসী পদত্যাগ করুক।

মিসরে টানটান রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

মিসরের ইসলামপন্থী সরকার এবং সামরিক নেতৃত্ব একে অপরকে সতর্ক করেছে যে তারা দেশ রক্ষায় প্রয়োজনে রক্তপাতের জন্য তৈরী।

রাজনৈতিক সূত্রগুলো বলছে দেশের সঙ্কট নিরসনের জন্য সেনাবাহিনীর দেওয়া চুড়ান্ত সময় সীমা শেষ হবার আগে মিসরকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে সংষ্কার পন্থী নেতা মোহাম্মদ এল বারাদেই, দেশের সর্বোচ্চ মুসলিম এবং কপ্টিক খৃষ্টান নেতা এবং কয়েকটি ক্ষুদ্র ইসলামিক দল সেনাবাহিনী প্রধানের সংগে আলোচনা করেন।


ক্ষমতাসীন মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা সেনা বাহিনীর কমান্ডার আবদেল ফাতাহ আল সিসির সংগে সাক্ষাত করতে অস্বিকার করেছে যে তারা একমাত্র নির্বাচিত প্রেসিডেন্টকেই স্বীকৃতি দেয়।
XS
SM
MD
LG