অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের সামরিক প্রধান ব্যাপক সমাবেশের আহ্বান জানান


In this image taken from Egypt State TV, Egyptian army chief Abdel Fattah el-Sissi delivers a speech in Cairo, July 24, 2013.
In this image taken from Egypt State TV, Egyptian army chief Abdel Fattah el-Sissi delivers a speech in Cairo, July 24, 2013.


মিশরের সামরিক বাহিনীর প্রধান মিশরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে তারা যেন সহিংসতা এবং সন্ত্রাসী মোকাবেলায় সেনাদের সমর্থনে শুক্রবার ব্যাপক সমাবেশ করে। এই অবস্থান গ্রহনের ফলে ইসলাম পন্থী ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সমর্থনকারীদের বিরুদ্ধে প্রচার অভিযান বাড়ানোরই ইংগিত দেওয়া হচ্ছে।

সামরিক একটি সমাবর্তন অনুষ্টানে ভাষণ দান কালে প্রতিরক্ষা মন্ত্রী আব্দেল ফাত্তা আল সিসি বুধবার ঐ অনুরোধ জানান যা রাষ্ট্র পরিচালিত টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

তিনি বলেন “আমি, মিসরের সকল সত্ এবং বিশ্বস্থ মানুষকে আগামি শুক্রবার বেরিয়ে আসতে বলছি। কিন্তু কেন তারা আসবেন? তারা আসবেন এই কারনে যে তারাই আমাকে আদেশ দেবেন যাতে আমি সম্ভাব্য সন্ত্রাস মোকাবেলা করতে পারি”।
XS
SM
MD
LG