যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক পরামর্শক জর্জ পাপাডোপোলাসকে শাস্তি হিসেবে ১৪ দিনের দন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।যুুক্তরাষ্টের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে যে তদন্ত চলছে তার অংশ হিসেবে ট্রাম্পের এই সাবেক নির্বাচনী পরামর্শককে বিচারক গতকাল শুক্রবার কারবাসের দন্ড দিয়ে বলেন, সে দেশের স্বার্থকে উপেক্ষা করে নিজের আগ্রহকে প্রাধান্য দিয়েছে ।