অ্যাকসেসিবিলিটি লিংক

জার্মান চ্যান্সেলার মারকেল পার্টি থেকে বিদায় নিলেন


জার্মান চ্যান্সেলার এংগেলা মারকেল খৃষ্টান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি থেকে অবসর নিলেন। তিনি ১৮ বছর তিনি খৃষ্টান ডেমোক্রেটিক ইউনিয়ন নেতার পদে অধিষ্ঠিত ছিলেন। শুক্রবার হার্মবুর্গে অনুষ্ঠিত তার বিদায়ী অনুষ্ঠানে ভাষণে তিনি তারকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, "একটি দল কখনই একজনকে ঘিরে নয়---দল হচ্ছে সবসময় সকল সদস্যকে একসঙ্গে নিয়ে"। মার্কেল স্মরণ করলেন কঠিন সময়ে দলের সদস্যরা যেভাবে শক্তি যুগিয়েছে এবং সবকিছু গতিশীল রেখেছে সেই অভিজ্ঞতার কথা।

তিরিশ মিনিট তিনি বিদায়ী ভাষণ দেন। ঐ সময় বেশ কয়েকবার দীর্ঘ সময় ধরে করতালিতে মুখরিত হয় সভাকক্ষ এবং সদস্যরা ‘থ্যাংক ইউ বস’ লেখা প্ল্যাকার্ড তুলে ধরেণ।

গত অক্টোবর মাসে তিনি জানিয়েছিল যে পার্টির চ্যায়ারপার্সন হিসেবে আর নির্বাচনে যাবেন না তবে তিনি দেশের চ্যান্সেলার পদে অধিষ্ঠিত থাকবেন পরবর্তি নির্বাচন পর্যন্ত।

XS
SM
MD
LG