অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে শিশু ধর্ষণে দোষীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


ভারতে শিশু-ধর্ষণে দোষী সাব্যস্তদের ষাবজ্জীবন নয়, মৃত্যুদণ্ডের সর্বোচ্চ সাজা দেওয়ার অর্ডিন্যান্সে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এখন থেকে আদালত বারো বছর পর্যন্ত শিশুকে ধর্ষণ করলে দোষী সাব্যস্তের মৃত্যুদণ্ড দিতে পারে আদালত। এছাড়াও এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্যে ফাস্টট্র্যাক আদালত গঠনের আবেদনও জানানো হয়েছে। এছাড়া ফরেন্সিক পরীক্ষাও যাতে শিগগিরই শেষ হয়, সেদিকেও নজর দেওয়ার সুপারিশ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রের খবর, সম্প্রতি দেশজুড়ে যেভাবে শিশু নির্যাতন, শিশুদের ওপর যৌন হেনস্থা বেড়ে চলেছে তার জেরে পকসো আইনে পরিবর্তন আনার দাবি জোরদার হচ্ছিল দেশের সমস্ত মহলে। জম্মুকাশ্মীরের কাঠুয়া, গুজরাতের সুরাতে ধর্ষন ও খুন কাণ্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর কেন্দ্রীয় সরকার। এখন কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিলমোহরের পর এবার রাষ্ট্রপতির অনুমোদনের জন্যে পাঠানো হবে অর্ডিন্যান্সটিকে ।

XS
SM
MD
LG