অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের সূন্নী এলাকায় মারাত্মক সংঘাত



ইরাকের নিরাপত্তা বাহিনী বাগদাদের উত্তরাঞ্চলের সূন্নী অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রণ পূনরায় নিয়ে নিয়েছে। বন্দুকধারীরা দখলকৃত শহরের নিয়ন্ত্রনণ বিনা সংঘাতে ছেড়ে দেয়। দেশব্যাপী চারদিন ধরে চলতে থাকা সহিংসতায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০শে।

কর্মকর্তারা বলছে শুক্রবার স্থানীয় উপজাতী নেতাদের সংগে আলোচনার পর সূন্নী জঙ্গিরা সুলেইমান বেগ শহর ত্যাগ করে।

সরকারী বাহিনী হাউয়িজা শহরের কেন্দ্রস্থলে সূন্নী বিক্ষোভকারীদের ওপর অতর্কিতে হামলা চালালে মংগলবার বন্দুকধারীরা এই সহিংস আক্রমণ চালিয়ে শহরটি দখল করে নেয়। ঐ হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়।

ইরাকের পশ্চিম এবং উত্তরাঞ্চলের উত্তজনাকর পরিস্থিতিতে কয়েক ডজন মানুষ প্রান হারিয়েছে।

গত চার মাসের সহিংস ঘটানার এটা ছিল মারাত্মক ধরনের একটি। সূন্নী বিক্ষোভকারীরা শিয়া নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবী করেছে।
XS
SM
MD
LG