অ্যাকসেসিবিলিটি লিংক

গণভোটে গর্ভপাত নিষিদ্ধ করার বিরুদ্ধে আয়ারল্যান্ডে ব্যাপক সমর্থন


আয়ারল্যান্ডে গর্ভপাত বিষয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে গতকাল শুক্রবার যে গণভোট অনুষ্ঠিত হয়েছে তার গণনা চলছে । ইতিমধ্যে বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে গর্ভপাতের পক্ষে বিপুল সংখ্যক ভোট পড়েছে। যদিও গর্ভপাত বিরোধীরা এই গণভোটের প্রাথমিক ফলাফল কে দুঃখজনক বলে অভিহিত করেছে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী আজ শনিবার সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এই প্রাথমিক ফলাফল হচ্ছে নীরব বিপ্লব, তিনি উল্লেখ করেন জনগণ তাদের রায় দিয়েছে। আমরা আজ যা দেখছি তা গত কয়েক দশক ধরে মানুষের মধ্যে যে নীরব বিপ্লব চলেছে তারই চূড়ান্ত রূপ।

১৯৮৩ সালে গণভোটের রায় আয়ারল্যান্ডের সংবিধানের অষ্টম সংশোধনী গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছিল। কয়েক দশক পর আবার অনুষ্ঠিত গণভোটে চূড়ান্ত ফলাফলে সেই সংশোধনী পাল্টে যাবে। যদি তাই হয় তাহলে রোমান ক্যাথলিক রাষ্ট্রটির নারী অধিকারের ক্ষেত্রে পরিবর্তন আসবে

XS
SM
MD
LG