আফগান সরকারী বাহিনী সন্ত্রাসীদের হাত থেকে কাবুল ইন্টারকন্টিন্যান্টাল হোটেলের নিয়ন্ত্রণ দখল করতে সক্ষম হয়েছে রবিবার রাতে। ঐ অভিযানে বেশি কয়েক জন প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন এদের মধ্যে ১২ জন বিদেশী নাগরিকও রয়েছেন। যে আফগান সাংবাদিকরা সরেজমিনে হামলার স্থানে যেতে সক্ষম হয়েছেন তারা গতকাল সামাজিক মাধ্যমে জানিয়েছেন হোটেলের ভেতরে কয়েক ডজন মৃতদেহ দেখেছেন। টওলও নিউজ আফগানিস্তানের সব চাইতে বড় টেলিভিশন ষ্টেশনের উদ্ধৃতি বলেছে, বিশ্বস্ত নিরাপত্তা সূত্র অনুযায়ী ঐ হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন।
কাম বিমান সংস্থা জানিয়েছে, জঙ্গিদের আক্রমণে তাদের মোট ১০ জন কর্ম নিহত হয়েছেন এর মধ্যে ৫ জন বৈমানিক রয়েছেন। এদের মধ্যে ভেনিজুয়েলার দু’জন এবং ইউক্রেনিয়ার ৬ জন নাগরিক ছিলেন। প্রায় ১৪ ঘণ্টা ধরে অবরোধ চলে। ঐ সময় ৬ হামলাকারী হয় নিজেদের উঠিয়ে দেয় অথবা আফগান বাহিনীর গুলিতে তারা প্রাণ হারিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন, সর্বশেষ এক আক্রমণকারীকে যে হোটেলের ৬ষ্ঠ তলায় আটক ছিল সে রবিবার দিন নিজের প্রাণনাশ করে। জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুটেরেস ঐ হামলার নিন্দা জানিয়েছেন এবং যারা হামলার শিকার হয়েছেন ঐ সব পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।