অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে গণমাধ্যমকর্মীদের ওপর নিপীড়ন নিয়ে সাংবাদিক সমরেশ বৈদ্যের প্রতিক্রিয়া


Myanmar Journalists

মিয়ানমারের রাখাইন রাজ্যের এক গ্রামে ১০ জন রোহিঙ্গা মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরী করছিলেন রয়টাসের দুই সাংবাদিক ওয়ালোন এবং চালছো উ । গত বছর ডিসেম্বরের তাদের গ্রেফতার করা হয় এই অভিযোগে যে তারা রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত । এ নিয়ে কথা বলতে আমাদের সাথে এখন চট্ট্রগাম থেকে সরা সারি যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক সমরেশ বৈদ্য । সমরেশ বৈদ্য দীর্ঘ ছয়মাস শুনানি শেষে সোমবার ঐ সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগর উপর রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে । দুই সাংবাদিক বলেছেন, তারা সাংবাদিকতার রীতিনীতি মেনেই তাদের দায়িত্ব পালন করছিলেন, আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি ।

Samaresh Baidya
Samaresh Baidya

XS
SM
MD
LG