অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের আদালত ধর্ম আবমানার দায়ে অভিযুক্ত বালিকার আটকের সময়সীমা বারিয়েছে।


Pakistani Court Extends Detention of Girl Accused of Blasphemy
Pakistani Court Extends Detention of Girl Accused of Blasphemy
পাকিস্তানের একজন বিচারক ধর্ম আবমানার দায়ে অভিযুক্ত এক খ্রীষ্টান মেয়ের আটকের সময়সীমা বারিয়েছেন। ধর্ম আবমানা করা পাকিস্তানে মৃত্যু দণ্ডনীয় অপরাধ।
রীমশা মাসিহকে শুক্রবার ইসলামাবদের একটি আদালতে হাজির করা হয়। বিচারক তাকে আরো ১৪ দিন আটক রাখার আদেশ দেন। স্থানীয় টেলিভিশন দেখা গিয়েছে যে পুলিশ পাহারায় এবং পরিচয় গোপন রাখার জন্য একটি সাদা চাদরে আবৃত অবস্থায় তাকে আদালতে হাজির করানো হয়।
এই মাসের শুরুর দিকে ক্ষুব্ধ প্রতিবেশীরা কো্রান শরিফের আয়াত লেখা পৃষ্ঠা পুড়িয়েছে অভিযোগ করে তার বাড়ি ঘিরে ফেল্লে পুলিশ মাসিহকে ইসলামাবাদে তার বাড়ী থেকে পুলিশী হেফাজতে নিয়ে যায়।
কেউ কেউ বলছে রান্না করার সময় সে আবর্জনা থেকে কুড়িয়ে নেওয়া কাগজ পুড়িয়েছে।
বৃহস্পতিবার, ১৪ বছর বয়সী মেয়েটি মানসিক প্রতিবন্ধী বলে যে এই সপ্তাহের গোড়ার দিকে একটি মেডিকেল রিপোর্ট পেশ করে তা একজন আইনজীবী চ্যালেঞ্জ করেছেন।
XS
SM
MD
LG