বেজিং এবং ম্যানিলার মধ্যে সৌহার্দের সম্পর্ক থাকা সত্ত্বেও ফিলিপিন্স যুক্তরাষ্ট্রের সংগে তাদের অতীতের মৈত্রীর এবং মজবুত বিশ্বস্ততার সম্পর্ককে নতুন করে গড়ার উদ্যোগেই আগামী বছর যৌথ সামরিক মহড়া বৃদ্ধি করবে।
ওয়াশিংটন এবং ম্যানিলা ২০১৯সালে ২৮১টি যৌথ সামরিক মহড়া করার বিষয়ে এক মত হয়েছে। অক্টোবর মাসের পয়লা তারিখে প্রকাশিত Armed Forces of the Philippines-র website-এ বলা হয়েছে, এবছর দুদেশের মধ্যে ২৬১টি যৌথ মহড়া থেকে আগামী বছরের জন্য ২৮১টি করা হয়েছে। প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে দুদেশই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, জল-সমুদ্র নিরাপত্তা, মানবিক সাহায্য এবং দূর্যোগ মোকাবেলায় ত্রাণ বিতরণ বিষয়ে ঘনিষ্ঠ ভাবে সহযোগিতা করবে।
ফিলিপিনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে ২০১৬ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে বিশ্বের সবচাইতে শক্তিশালী সামরিক বাহিনীর থেকে সাহায্যে উল্লেখ্য যোগ্য পরিমাণ হ্রাস পায় এবং অপরদিকে ভূ-রাজনৈতিক দিক থেকে আমেরিকার শত্রু চীনের সংগে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে।