অ্যাকসেসিবিলিটি লিংক

খাশোকজীর অন্তর্ধানঃ তুরস্কের ফরেনসিক দলের সৌদি কনসুলেট পরিদর্শন


সৌদি সাংবাদিক জামাল খাশোকজীর নিখোঁজ সম্পর্কিত অনুসন্ধানে মঙ্গলবার বেশ কিছু অগ্রগতি হয়েছে। তুরস্কের ফরেনসিক অনুসন্ধকারী দল ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনসুলেটে যেখানে অপরাধ সংঘটিত হয়েছিল সেই স্থান পরিদর্শন করেছেন।

ওদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রিয়াদে সৌদি নেতাদের সংগে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, অক্টোবর মাসের ২ তারিখে সৌদি কনসুলেটে প্রবেশের পর খাশোকজীকে হত্যা করা হয়েছে সেই অভিযোগ সৌদি আরব স্বীকার করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুরস্কের কর্মকর্তারা খাশোকজীকে হত্যা করা হয়ে বলে যে দাবী করে আসছে তা সৌদি কর্মকর্তারা অবশ্য প্রবল ভাবে অস্বীকার করেছে এবং বলেছে খাশোকজী কনসুলেট থেকে বেড়িয়ে গিয়েছিলেন। দু’পক্ষই তাদের দাবীর পক্ষে সুস্পষ্ট প্রমাণ পেশ করে নি। খাশোকজীর অন্তর্ধান হওয়ার করাণ অনুসন্ধান করার বিষয়ে তুরস্ক এবং সৌদি আবর যৌথ ভাবে কাজ করতে রাজী হয়েছে ।

XS
SM
MD
LG