অ্যাকসেসিবিলিটি লিংক

বার্সেলোনায় হাজার হাজার মানুষ নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন


বার্সেলোনার প্রধান স্কোয়ারে শুক্রবার হাজার হাজার মানুষ ১ নীরবতা পালনের মধ্য দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন। বার্সেলোনায় দু'টি গাড়ি হামলায় ১৪ জন নিহত এবং ১’শ বেশি মানুষ আহত হয়।

স্পেনে রাজা এবং প্রধানমন্ত্রী বার্সেলোনার প্লাজা ডি কেটালোনিয়ায় অনুষ্ঠিত ঐ সমাবেশে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মারিয়ানো রাহই ৩দিন জাতীয় শোক দিবস ঘোষণা করেন।
বৃহস্পতিবার, বার্সেলোনার লা রামব্লাস বুলভার্ডে দুটি গাড়ী চালিয়ে পথচারীদের ওপরে আক্রমণ চালানো হয়। ঐ ভ্যানের চালক গাড়ী ছেড়ে পালিয়ে যায় এবং এখনও তাকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার পুলিশ দুজনকে আটক করেছে। এদের একজন মরক্কো অন্যজন স্পেনের নাগরিক তবে তারা একে অপরের সংগে কিভাবে সম্পৃক্ত হয়ে ঐ আক্রমণ চালিয়েছে তা এখনও সুস্পষ্ট নয়। শুক্রবার তৃতীয় আরেক জনকে কাটালন শহরের রিপোল এলাকা থেকে আটক করা হয়েছে।

বার্সেলোনা হামলার কয়েক ঘন্টা পর ক্যামব্রিয় শহরে একই ধরনের হামলার চেষ্টা চলে তবে পুলিশ ৫ হামলাকারীকে হত্যা করেছে।

XS
SM
MD
LG