অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেনে বন্যায় ৩জনের মৃত্যু  


স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যায় এপর্যন্ত ৩জনের মৃত্যু হয়েছে।
মুরকিয়া শহরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে এবং রাস্তাঘাটে নদীর মত পানির স্রোত বয়ে যাচ্ছে। বন্যার পানির সংগে বয়ে আসা প্রচুর কাদামাটি রাস্তাঘাটে, থেমে থাকা গাড়ীতে এবং ঘর-বাড়ীর নীচের তলায় এসে জমা হচ্ছে।
ভূমধ্য সাগরের তীর বর্তী এলমেরিয়া শহরের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার বন্যায় প্লাবিত একটি সুড়ঙ্গ পথে গাড়ী চালিয়ে যাওয়ার সময় গাড়ীতে আটকে পরে এক ব্যক্তি মৃত্যু হয়।
প্রবল বৃষ্টি এবং বন্যার কারণে বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটনের জনপ্রিয় এলাকাগুলোতে লোকজন আটকা পড়েছেন।

XS
SM
MD
LG