সিরিয়ায় গিয়ে পৌঁছেছেন প্রোহিবিশন অব ক্যামিকেল ওয়েপেন্স সংস্থার পরিদর্শকরা। শনিবার থেকে সিরিয়ার ডুমায় তাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের নমুনা সংগ্রহ করার কাজ শুরু করার কথা রয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সম্প্রতি ডুমায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়।
প্রোহিবিশন অব ক্যামিকেল ওয়েপেন্সের পর্যবেক্ষকরা যে এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে বলা হয়েছে সেখান কার ভূ-পরিবেশ গত নমুনা সংগ্রহ করবেন যার মধ্যে মাটির নমুনাসহ যারা ঐ আক্রমণের স্বীকার হয়েছেন তাদের রক্তের নমুনা সংগ্রহ করবেন এবং ঐ সব নমুনা পরীক্ষার জন্য দলীয় গবেষণাগারে পাঠাবেন। ওপিসিডাব্লিউ সংস্থার দায়িত্ব হবে, কেবল মাত্র ঐ এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা সেটা নির্ধারণ করা।
গত সপ্তাহে দামেস্কের পূর্বাঞ্চলের গোতা এলাকার ডুমায়আক্রমণে অন্তত ৪০ জন নিহত এবং কয়েক’শ মানুষ আহত হয়েছে। রাশিয়ার সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছেন।