অ্যাকসেসিবিলিটি লিংক

জেরুজালেম বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ


জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১২৮ সদস্য ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত থেকেছে ৩৫টি দেশ, আর বিপক্ষে ভোট পড়েছে নয়টি।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ভোটাভুটির পরিপ্রেক্ষিতে জাতিসংঘকে "house of lies." কিংবা মিথ্যের আধার “ বলে অভিহিত করেছেন।

নেতানিয়াহু বলেন এই ভোটাভুটির আগেই ইসরাইল রাষ্ট্র এটিকে সম্পূর্ণ ভাবে প্রত্যাখ্যান করছে এবং আমরা সেখানে নির্মাণ কাজ অব্যাহত রাখবো আর যুক্তরাষ্ট্রের নের্তৃত্বে বিদেশি দূতাবাসগুলো জেরুজালেমে সরে আসবে। সাধারণ পরিষদে ভোট গ্রহণের আগে ট্রাম্প , এবং জাতিসংঘে তাঁর দূত নিকি হ্যালি সতর্কবাণী উচ্চারণ করেন। গত কাল মন্ত্রীসভার এক বৈঠকে ট্রাম্প বলেন , তারা আমাদের কাছ থেকে কোটি কোটি ডলার নেয় , আবার ভোট দেয় আমাদের বিপক্ষে । আমরা এই ভোটের দিকে নজর রাখছি । দিক না তারা আমাদের বিরুদ্ধে ভোট । আমরা বরঞ্চ অনেক পয়সা বাঁচাবো । আমরা এই ভোটের তোয়াক্কা করি না ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বহু দিনের নীতি ভঙ্গ করে এ মাসের গোড়ার দিকে বলেন যে যুক্তরাষ্ট্র , জেরুজালেমকে ইসরাইলের রাজধানী বলে গণ্য করে এবং সেখানেই যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিযে নেয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে।

সেই ঘোষণার প্রেক্ষাপটে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ মর্মে একটি প্রস্তাব উত্থাপন করা হয় যাতে জেরুজালেমের অবস্থান বিষয়ে সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পর্কে গভীর দুঃখ প্রকাশ করা হয়। নিরাপত্তা পরিষদের ১৫ টি সদস্য-রাষ্ট্রের মধ্যে ১৪টিই এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় তবে যুক্তরাষ্ট্র এর বিরুদ্ধে ভিটো দিলে প্রস্তাবটি গৃহীত হয়নি।

XS
SM
MD
LG