অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের প্রেসিডেন্ট পদপ্রার্থী পশ্চিমের সঙ্গে সুসম্পর্ক চান


বার্তা সংস্থা দ্য এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রধান প্রতিদ্বন্দ্বি ভোটের মাত্র দিন কয়েক আগে সংস্কারবাদী ভোটদাতাদের মনোযোগ আকর্ষণ করতে তাঁর উদার প্রচেষ্টা হিসেবে পশ্চিমের সঙ্গে উন্নততর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের আবেদন জানিয়েছেন। শুক্রবারের ভোটে অংশ নিতে যে সাতজন প্রার্থীকে অনুমোদন দেয়া হয়েছে তাঁদের মধ্যে একজন হচ্ছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন প্রধান আব্দুল নাসের হেম্মাতি

বার্তা সংস্থা দ্য এসোসিয়েটেড প্রেস জানাচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রধান প্রতিদ্বন্দ্বি ভোটের মাত্র দিন কয়েক আগে সংস্কারবাদী ভোটদাতাদের মনোযোগ আকর্ষণ করতে তাঁর উদার প্রচেষ্টা হিসেবে পশ্চিমের সঙ্গে উন্নততর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের আবেদন জানিয়েছেন। শুক্রবারের ভোটে অংশ নিতে যে সাতজন প্রার্থীকে অনুমোদন দেয়া হয়েছে তাঁদের মধ্যে একজন হচ্ছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রাক্তন প্রধান আব্দুল নাসের হেম্মাতি । তিনি আনুষ্ঠানিক ভাবে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন কিন্তু মধ্যপন্থি এবং সংস্কারবাদী ভোটদাতাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করছেন।

হেম্মাতি প্রশ্ন করেন , “ শান্তিপূর্ণ সহাবস্থানে কেন বাধা থাকবে”? তিনি জোর দিয়েই বলেন আমেরিকার সদিচ্ছা এবং এই ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে আস্থা স্থাপনের উপর নির্ভর করছে বৈশ্বিক এবং আঞ্চলিক শান্তি । তিনি বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে যাবার আহ্বানের পুণরুক্তি করেন এবং বলেন তিনি যদি প্রেসিডেন্ট হন,তা হলে এই চুক্তিকে পূণরুজ্জীবিত করা এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবার বিষয়টি, তাঁর কথায়, “ অবশ্যই আমার অগ্রধিকারগুলোর মধ্যে অন্যতম বিষয় হবে”। গত সপ্তায় দ্য এসোসিয়েটেড প্রেসের সঙ্গে এক সাক্ষাত্কারে তিনি বলেন যদি তিনি নির্বাচনে জয় লাভ করেন তিনি সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন।

বিশ্লেষকরা এ রকম আভাস দিয়েছেন যে সে দেশের বিচার বিভাগের কট্টরপন্থি প্রধান এব্রাহিম রাইসির তূলনায় হেম্মাতি পিছিয়ে আছেন। রাইসিকে সমর্থন দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিই । ( এ পি)

XS
SM
MD
LG