অ্যাকসেসিবিলিটি লিংক

প্রায় পঞ্চাশ কোটি শিশু করোনাকালে অনলাইন শিক্ষা থেকে বঞ্চিত: ইউনিসেফ


বিশ্বব্যাপী এখন কভিড ১৯ এ মোট সংক্রমিত রোগির সংখ্যা দু কোটি চল্লিশ লক্ষ ছাড়িয়ে গেছে যার মধ্যে আট লক্ষ চব্বিশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। এই সময়ে জাতিসংঘের শিশু তহবিল, ইউনিসেফ বলেছে বিশ্বে স্কুলে পড়ছে এমন ছেলেমেয়েদের এক তৃতীয়াংশই অনলাইন শিক্ষায় অংশ গ্রহণে অপারগ। সংস্থাটির গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে যে প্রায় দেড়শ কোটি শিশু প্রত্যক্ষ শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে তাদের মধ্যে প্রায় ৪৬ কোটি ৩০ লক্ষ শিক্ষার্থীর কাছে টেলিভিশন, রেডিও কিংবা ইন্টারনেটের মাধ্যমে শিক্ষাগ্রহণের কোন সাজ সরঞ্জাম বা বৈদ্যুতিন সুবিধে নেই। ইউনিসেফ বলেছে, সাহারা মরুভুমির দক্ষিণের আফ্রিকা অঞ্চলে ৪৯ শতাংশ শিশু যে কোন ধরণের অনলাইন শিক্ষা পদ্ধতি থেকে বঞ্চিত। এই সংখ্যা পশ্চিম ও মধ্য আফ্রিকায় ৪৮ শতাংশ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে ৪০ শতাংশ।

দক্ষিণ এশিয়া, পুর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মিলিয়ে কুড়ি কোটি ছাত্রছাত্রী শ্রেণী কক্ষের বাইরে থেকে কোন রকম শিক্ষা গ্রহণে সমর্থ নয়।

XS
SM
MD
LG