আফগানিস্তানের একজন ক্ষমতাবান গভর্ণর প্রেসিডেন্টের আদেশ অমান্য করে আবার তাঁর দপ্তরে ফিরে গেছেন এবং একটি সভা পরিচালানা করেছেন। এ মাসের গোড়ার দিকে প্রেসিডেন্টর এক আদেশে তাঁকে পদচ্যূত করা হয়।
সেখানে ক্রমবর্ধমান এই রাজনৈতিক অনিশ্চয়তা এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগান বাহিনীর সমর্থনে, সামরিক প্রচেষ্টা জোরালো করেছে। সে দেশে তালিবান বিদ্রোহী এবং কথিত ইসলামিক স্টেট গোষ্ঠির নতুন করে আত্মঘাতী বোমা হামলা চালানোর ষড়যন্ত্রের মুখে আফগান বাহিনী পাল্টা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।
আতা মোহাম্মাদ নূর, যিনি ১৩ বছর ধরে উত্তরাঞ্চলের বালখ প্রদেশের মাসক ছিলেন, গোড়া থেকেই তার বরখাস্তের বিষয়টিকে অবৈধ বলে প্রত্যাখ্যান করে এসছেন। তিনি প্রশ্ন তুলেছেন যে প্রেসিডেন্ট আশরাফ গণির এ ব্যাপারে একক ক্ষমতা আছে কী।
সপ্তা দুয়েক আগে গণির দপ্তর থেকে জানানো হয় যে প্রেসিডেন্ট নুরের পদত্যাগ পত্র গ্র্রহণ করেছেন এবং তাঁর জায়গায় যিনি ঐ দায়িত্ব পালন করবেন তার নাম ও উল্লেখ করেন। কিন্তু পদচ্যুত গভর্ণর দ্রুতই এই পদক্ষেপ নাকচ করেন এবং বলেন বেশ কয়েক মাস আগে তিনি এই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং বলেন এর সঙ্গে তার কিছু দাবিও ছিল। প্রদেশিক রাজধানী মাজারে শরীফের গভর্ণর দপ্তরে বসে বৈঠকে সভাপতিত্ব করার সময়ে, সংখ্যালঘু তাজিক সম্প্রদায়ের এই রাজনীতিক আবারও তাঁর অবস্থানের পক্ষে কথা বলেন।