অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সিরিয়ায় তার কর্মকান্ডে পরিবর্তন আনছে


ইসলামিক স্টেটের স্বঘোষিত খেলাফতের পতনের পর যুক্তরাষ্ট্র সিরিয়ায় তার কর্মকান্ডে পরিবর্তন আনছে এবং দেশটির পুনরুদ্ধারে সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছে।

যুক্তরাষ্ট্র সমর্থত বাহিনী সিরিয়ায় ঐ সন্ত্রাসী গোষ্ঠির রাজধানী রাক্কাকে অক্টোবরে মুক্ত করে। তখন থেকে সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ, কথিত ইসলামিক স্টেটের অবশিষ্টদের নির্মূল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এসডিএফ নিয়ন্ত্রিত এলাকায় হাজার খানেকেরও কম আই এস যোদ্ধা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলছেন, তাঁর কথায়, স্বাভাবিক অবস্থার দিকে ফিরে যাওয়ার এটাই উপযুক্ত সময়।

ম্যাটিস গতকাল পেন্টাগনের সংবাদ;দাতাদের বলেন যে আমি যাকে আক্রমানাত্ক জমি দখলের অভিযান বলছি সেখান থেকে আমরা সরে আসবো। এখন থেকে আপনারা দেখবেন সেখানে যুক্তরাষ্ট্রের আরও কুটনীতিকদের।

ম্যাটিস অবশ্য কোন সময়সীম,আ দেননি যে কবে নাগাদ কুটনীতিক এবং অন্যান্য অসামরিক কর্মকর্তারা সিরিয়ায় পৌঁছুবেন তবে এটা জোর দিয়ে বলেন যে এই সব কাজকে দেশগঠনের কাজ বলে অভিহিত করা উচিৎ হবে না।

XS
SM
MD
LG