অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া–যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ে একটি আলোচনা 


গত মাসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জন ঊনের শীর্ষ বৈঠকের পর যে উচ্ছাস লক্ষ্য করা গিয়েছিল , তাতে খানিকটা যেন ভাঁটা পড়েছে। গত মাসে ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকের পর এমন ধারণা হয়েছিল যে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সমস্যার সমাধান হয়ে গেছে। বিশেষত উত্তর কোরিয়া থেকে কোরীয় যুদ্ধে নিহত আমেরিকান সৈন্যদের দেহাবশেষ পাঠানোর পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কিমের এই প্রতিশ্রুতি রক্ষায় তাঁকে ধন্যবাদ ও জানান ।

তবে উত্তর কোরিয়ার সঙ্গে মূল বিবাদের জায়গাটি এখনো রয়ে গেছে। আর তাহলো দেশটির পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হয়নি। এ নিয়ে আসিয়ান সম্মেলনে যোগদানকারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট মন্ত্রী মাইক পম্পেও প্রশ্ন উত্থাপন করেছেন, আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোকে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার কথাও বলেছেন । এ নিয়েই , ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ড দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলেছেন , ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদ ।

XS
SM
MD
LG